Redox Viva

অর্থ মন্ত্রণালয়

প্রশ্ন  : অর্থ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Finance.

প্রশ্ন  : বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর: এম. মনসুর আলী।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: ড. সালেহউদ্দীন আহমেদ।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব ড. মো: খঅইরুজ্জামান মজুমদার।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কতটি বিভাগ রয়েছে ও কী কী?

উত্তর: ৪টি।
ক) অর্থ বিভাগ।
খ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
গ) অর্ভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
ঘ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) জাতীয় রাজস্ব বোর্ড(NBR)।
খ) স্টক এক্রচেঞ্জসমূহ।
গ) বাংলাদেশ ব্যাংক।
ঘ) জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
ঙ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) রাজস্বনীতি প্রণয়ণ করা।
খ) কেন্দ্রীয় ব্যাংক প্রণীত মুদ্রা নীতির সাথে সমন্বয়ের মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
গ) বাজেট প্রণয়ণ করা।
ঘ) রাষ্ট্রের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন mof.gov.bd