প্রশ্ন : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Ministry of Law, Justice and Parliamentary Affairs.
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?
উত্তর: ড. আসিফ নজরুল।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: জনাব মো: গোলাম রাব্বানী।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কতটি বিভাগ রয়েছে?তাদের নাম বলুন।
উত্তর: এই মন্ত্রণালংয়ের অধীস্থ ৩টি বিভাগ রয়েছে। যথা- ক) আইন ও বিচার বিভাগ। খ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। গ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
প্রশ্ন : বিভাগগুলো অধীনস্থ কয়েকটি সংস্থা/দপ্তরের নাম বলুন?
উত্তর: ক) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন। খ) অ্যার্টনি জেনারেলের অফিস। গ) নিবন্ধন অধিদপ্তর ইত্যাদি।
প্রশ্ন : জাতীয় মানবাধিকার কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন।
উত্তর: ক) অধীনস্থ দপ্তর/ সংস্থাগুলোর কার্যাবলী সমন্বয় ও নিয়ন্ত্রণ করা। খ) আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা। গ) স্বল্প সময়ে ও নূন্যতম ব্যয়ে সুবিচার নিশ্চিত করণে ভূমিকা রাখা ইত্যাদি।