Redox Viva

আইন বিভাগ

প্রশ্ন  : সরকারের সর্বাধিক মর্যাদাপূর্ণ বিভাগ কোনটি?

উত্তর: আইন বিভাগ।

প্রশ্ন  : আইন বিভাগ কাকে বলে?

উত্তর: যে বিভাগ আইন প্রণয়নের দায়িত্ব পালন করে তাকে আইন বিভাগ বলে।

প্রশ্ন  : আইন বিভাগের ইংরেজি কী?

উত্তর: Legislative Department.

প্রশ্ন  : বাংলাদেশের আইন সভার নাম কী?

উত্তর: জাতীয় সংসদ।

প্রশ্ন  : বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট?

উত্তর: এক কক্ষ বিশিষ্ট।

প্রশ্ন  : আইন বিভাগ তথা জাতীয় সংসদের প্রধান কে?

উত্তর: স্পিকার।

প্রশ্ন  : কোন ধরনের সরকার আইনসভার নিকট দায়ী থাকে?

উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকার আইনসভার নিকট দায়ী থাকে।

প্রশ্ন  : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে আইন বিভাগের কথা উল্লেখ আছে?

উত্তর: ৬৫-৯৩ নং অনুচ্ছেদে।

প্রশ্ন  : আইন বিভাগের কাজ কী?

উত্তর: ক) আইন প্রণয়ণ করা।
খ) আইন সংশোধন করা।
গ) আইন পরিমার্জন ও পরিবর্ধন করা।
ঘ) সংবিধান প্রণয়ন করা ও 
ঙ) সংবিধান সংশোধন করা ইত্যাদি।