Redox Viva

ইউনিয়ন পরিষদ

প্রশ্ন  : বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোতে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: ইউনিয়ন পরিষদ।

প্রশ্ন  : কখন ইউনিয়ন পরিষদ স্থানীয় স্বায়িত্তশাসিত সরকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়?

উত্তর: ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ ও জেলা পরিষদ থামে ৩ স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা চালু হলে ইউনিয়ন পরিষদ তার অন্তর্ভুক্ত হয়।

প্রশ্ন  : একটি ইউনিয়ন কতটি ওয়ার্ডে বিভক্ত থাকে?

উত্তর: ৯টি।

প্রশ্ন  : ইউনিয়ন পরিষদের মোট সদস্য কত জন?

উত্তর: ১৩ জন।

প্রশ্ন  : এই ১৩ জন সদস্য সম্পর্কে বলুন?

উত্তর: প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে মোট ৯ জন সাধারণ সদস্য, প্রতি ৩ ওয়ার্ডে একজন করে মোট ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং পুরো ইউনিয়নে একজন চেয়ারম্যান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এভাবে নির্বাচিত ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।

প্রশ্ন  : ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর?

উত্তর: ৫ বছর।

প্রশ্ন  : বর্তমানে বাংলাদেশে মোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?

উত্তর: ৪৫৭১ টি।

প্রশ্ন  : সর্বশেষ ইউনিয়ন কোনটি?

উত্তর: পাঁচগ্রাম ইউনিয়ন, কালিয়া নড়াইল।

প্রশ্ন  : দেশের সবচেয়ে বড় ও ছোট ইউনিয়ন পরিষদের নাম বলুন?

উত্তর: সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদ: সাজেক, রাঙামাটি।
সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ: হাজীপুর, ভোলা।

প্রশ্ন  : ইউনিয়ন পরিষদের কয়েকটি কাজ বলুন?

উত্তর: ক) রাস্তাঘাট, ব্রিজ, পুল, কালভার্ট নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণন করা।
খ) স্থানীয় কর ধার্য ও আদায় করা।
গ) সরকারকে বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সহায়তা করা।
ঘ) চৌকিদার ও দফাদারের মাধ্যমে দাঙ্গা-হাঙ্গামা নিরসনে ভূমিকা পালন করা।
ঙ) গ্রাম আদালত বা সালিশি আদালতের মাধ্যমে পারিবারিক বিরোধ আপোষ ও মীমাংসার উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।

প্রশ্ন  : ইউনিয়ন পরিষদের আয়ের কয়েকটি উৎসের নাম বলুন?

উত্তর: বাড়িঘরের উপর কর।
খ) দালান-কোঠার উপর কর।
গ) হাট-বাজার, জলমহাল, ইজারা ও টোল সংগ্রহ।
ঘ) জন্ম, বিবাহ ও ভোজের উপর ফি।
ঙ) লাইসেন্স ও পারমিট ফি।
চ) যাত্রা, সার্কাস ও মেলার উপর কর ইত্যাদি।