Redox Viva

কৃষি মন্ত্রণালয়

প্রশ্ন  : কৃষি মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Agriculture.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: লে. জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
খ) তুলা উন্নয়ন বোর্ড।
গ) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) ফসলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে।
খ) শস্য বহুমুখীকরণে ভূমিকা রাখে।
গ) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বিশেষ ভূমিকা রাখে ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন moa.gov.bd