খাদ্য মন্ত্রণালয়
প্রশ্ন : খাদ্য মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Ministry of Food.
প্রশ্ন : বর্তমান কাদ্য উপদেষ্টার নাম কী?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন : খাদ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: মো: ইসমাইল হোসেন।
প্রশ্ন : খাদ্য মন্ত্রণালয় কবে থেকে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করে?
উত্তর: ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে খাদ্র মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করে।
প্রশ্ন : পূর্বে খাদ্য মন্ত্রণালয় কী নামে কার অধীনে পরিচালিত হতো?
উত্তর: পূর্বে বিভিন্ন সময়ে খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ”খাদ্য বিভাগ” নামে পরিচালিত হতো।
প্রশ্ন : খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কতটি দপ্তর/সংস্থা রয়েছে?
উত্তর: ২টি।
ক) খাদ্য অধিদপ্তর ও
খ) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
প্রশ্ন : খাদ্য মন্ত্রণালয়ের অধীন কতটি বিসিএস ক্যাডার সার্ভিস রয়েছে?
উত্তর: ১ টি। বিসিএস (খাদ্য)।
প্রশ্ন : খাদ্য মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?
উত্তর: ক) দেশের সার্বিক খাদ্য ব্যবস্থাপণা পরিচালনা করা।
খ) জাতীয় খাদ্য নীতি কৌশলের বাস্তবায়ন।
গ) খাদ্য শস্য সংগ্রহ ও বিতরণ এবং
ঘ) খাদ্য বাজেট, হিসাব ও অর্থ ব্যবস্থাপণা ইত্যাদি।
*** আরো জানতে ভিজিট করুন mofood.gov.bd