Redox Viva
প্রশ্ন : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Ministry of Housing and Public works.
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?
উত্তর: জনাব আদিলুর রহমান খান।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: জনাব মো: হামিদুর রহমান খান।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?
উত্তর: ক) গণপূর্ত অধিদপ্তর।খ) স্থাপত্য অধিদপ্তর।গ) অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর।ঘ) জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ইত্যাদি।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?
উত্তর: ক) সরকারি ভবন ও অন্যান্য অবকাঠামেরা নক্রা প্রণয়ণ।খ) স্মৃতিসৌধ, জাদুঘর ও ঐতিহাসিন অবকাঠামো নির্মাণ/রক্ষণাবেক্ষণ।গ) স্বল্প খরচে টেকসই গৃহ নির্মাণের প্রযুক্তি, উদ্ভাবন ও বিপণন।
*** আরো জানতে ভিজিট করুন mohpw.gov.bd