Redox Viva

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশ্ন  : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Public Administration.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: ড. মুহাম্মদ ইউনুস।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: ড. মো: মোখলেসুর রহমান।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি।
খ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র।
গ) মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর।
ঘ) বিয়াম ফাউন্ডেশন।
ঙ) বাংলাদেশ কর্মচারী হাসপাতাল ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) প্রজাতন্ত্রের গণকর্মচারী, নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ব্যবস্থা করা।
খ) গণ কর্মচারী নিয়োগবিধি ও চাকরিবিধি প্রণয়ণ করা।
গ) অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা।

*** আরো জানতে ভিজিট করুন mopa.gov.bd