প্রশ্ন : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Ministry of Posts, Telecommunications and Information Technology.
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?
উত্তর: মো: নাহিদ ইসলাম।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: ড. মো: মুশফিকুর রহমান।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনে কতটি এবং কী কী বিভাগ রয়েছে?
উত্তর: ২টি। ক) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?
উত্তর: ক) ডাক অধিদপ্তর। খ) টেলিযোগাযোগ অধিদপ্তর। গ) টেলিটক বাংলাদেশ লিমিটেড। ঘ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ইত্যাদি।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনে কোন কোন বিসিএস ক্যাডার রয়েছে?
উত্তর: ক) বিসিএস (ডাক) ক্যাডার ও খ) বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডার।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?
উত্তর: ক) এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ণ ও বাস্তবায়ন করা। খ) ডাক ও টেলিযোগাযোগ খাতে লাইসেন্সিং ও নিয়ন্ত্রণ। গ) টেলিযোগাযোগ সংক্রান্ত অবকাঠামো উন্নয়ন। ঘ) ডাক প্রেরণ ও কুরিয়ার সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা ইত্যাদি।