Redox Viva

দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়

প্রশ্ন  : দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ  মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Disaster Management and Relief.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: ফারুক ই আজম, রীর প্রতীক।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব মো: কামরুল হাসান।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা রয়েছে?

উত্তর: ক) দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তর।
খ) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ইত্যাদি

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?

উত্তর: ক) দূর্যোগ ব্যবস্থাপণা ও ঝুঁকি হ্রাস ক্ষমতা বৃদ্ধি করণ।
খ) শরণার্থী বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন।
গ) গ্রামীণ অবকাঠামো সংস্কার ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন modmr.gov.bd