প্রশ্ন : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?
উত্তর: সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: জনাব নাজমুল আহসান।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা রয়েছে?
উত্তর: ক) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। খ) নদী গবেষণা ইনস্টিটিউট। গ) যৌথ নদী কমিশন (JRC) ইত্যাদি।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?
উত্তর: ক) নদী ও নদী উপত্যকা সমূহের ব্যবস্থাপণা ও উন্নয়ন। খ) পানি সংরক্ষণ, জলাধার, বাঁধ ও ব্যারেজ নির্মাণ। গ) লবণাক্ততা ও মরুকরণ প্রতিরোধমূলক কার্যক্রম। ঘ) হাইড্রোলজিক্যাল জরিপ পরিচালনা করা ইত্যাদি।