প্রশ্ন : বর্তমানে দেশে কতটি পৌরসভা রয়েছে?
উত্তর: ৩৩১টি।
প্রশ্ন : কোন বিভাগে কতটি পৌরসভা রয়েছে?
উত্তর: ঢাকা বিভাগে – ৬৩টি
চট্টগ্রাম বিভাগে- ৬৪টি
রাজশাহী বিভাগে- ৬২টি
খুলনা বিভাগে- ৩৮টি
বরিশাল বিভাগে- ২৬টি
সিলেট বিভাগে- ২০টি
রংপুর বিভাগে- ৩১টি
ময়মনসিংহ বিভাগে- ২৭টি
প্রশ্ন : সর্বশেষ (৩৩১ তম) পৌরসভা কোনটি?
উত্তর: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা।
প্রশ্ন : আয়তনে দেশের বৃহত্তম ও ক্ষুদ্রহম পৌরসভার নাম বলুন?
উত্তর: আয়তনে বৃহত্তম পৌরসভা- বগুড়া সদর, বগুড়া।
আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা- ভেদরগঞ্জ, শরীয়তপুর।
প্রশ্ন : পৌরসভা ঘোষণা করতে হলে কোনো এলাকার জনসংখ্যার ঘনত্ব নূন্যতম কত হতে হয়?
উত্তর: প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যর ঘনত্ব ২০০০ জন হতে হয়।
প্রশ্ন : পৌরসভা কীভাবে গঠিত হয়?
উত্তর: একজন মেয়র, নির্ধারিত সংখ্যক ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত সংখ্যক সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সমন্বয়ে পৌরসভা গঠিত হয়। তবে, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সংখ্যা, নির্বাচিত কাউন্সিলরের মোট সংখ্যার ১/১০ অংশের বেশি হবে না।
প্রশ্ন : মেয়র ও কাউন্সিলরগণ কীভাবে নির্বাচিত হোন?
উত্তর: সবাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হোন।
প্রশ্ন : পৌরসভার কার্যকাল বলুন?
উত্তর: পৌরসভার কার্যকাল ৫ বছর।
প্রশ্ন : পৌরসভার কয়েকটি কাজ বলুন?
উত্তর: ক) পৌর এলাকার ডাস্টবিন, পয়:প্রণালির ময়লা ও আবর্জনা অপসারণের ব্যবস্থা করা।
খ) অগ্নিনিরোধ ও নির্বাপণ, বন্যা ও দুর্ভিক্ষ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে রক্ষা করা।
গ) দালানকোঠা, ঘরবাড়ি নির্মাণের নকশা ও পরিকল্পনার অনুমোদন দেওয়া ইত্যাদি।
প্রশ্ন : পৌরসভার আয়ের কয়েকটি উৎসের নাম বলুন?
উত্তর: ক) ঘরবাড়ি, দোকানপাট ইত্যাদির উপর ধার্যকৃত কর।
খ) যানবাহন রেজিস্ট্রেশন ফি।
গ) লাইসেন্স ফি।
ঘ) হাট বাজার ও ঘাট ইজারা।
ঙ) সরকারি বরাদ্ধ ইত্যাদি।