Redox Viva

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রশ্ন  : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান কে?

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী।

প্রশ্ন  : বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: 

প্রশ্ন  : warrant of precedence-1991 অনুসারে প্রধানমন্ত্রীর পদমানক্রশ কততম?

উত্তর: দ্বিতীয়।

প্রশ্ন  : মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?

উত্তর: 

প্রশ্ন  : গণভবন কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার তেজগাঁও বিমানবন্দর এলাকায়।

প্রশ্ন  : প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবস্থিত।

প্রশ্ন  : প্রধানমন্ত্রীর কার্যালয় পূর্বে কী হিসেবে ব্যবহৃত হতো?

উত্তর: ইহা পূর্বে জাতীয় সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হতো।

প্রশ্ন  : প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন কতটি দপ্তর রয়েছে?

উত্তর: ১১টি।

প্রশ্ন  : কয়েকটি দপ্তরের নাম বলুনতো?

উত্তর: ক) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)
খ) বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA)
গ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
ঘ) পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ (PPPA)
ঙ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) ইত্যাদি

প্রশ্ন : আচ্ছা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১/২ টি কার্যক্রম সম্পর্কে বলুনতো?

উত্তর: ক) সকল গোয়েন্দা সংস্থার সমন্বয় সাধন করা।
খ)প্রধানমন্ত্রীর বাণী ও বক্ততা প্রস্তুত করা ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন pmo.gov.bd