Redox Viva
প্রশ্ন : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Ministry of Expatrials’ Welfare and Overseas Employment.
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?
উত্তর: ড. আসিফ নজরুল।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: জনাব মো: রুহুল আমিন।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?
উত্তর: ক) প্রবাসি কল্যাণ ব্যাংক।খ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।গ) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)।ঘ) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি: (BOESL)।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?
উত্তর: ক) প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণে কাজ করে।খ) নতুন শ্রম বাজার অনুসন্ধান ও সম্প্রসারণে কাজ করে।গ) প্রবাসীদের বিশেষ নাগরিক সুবিধা প্রদানে কাজ করে।
*** আরো জানতে ভিজিট করুন probashi.gov.bd