Redox Viva

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রশ্ন  : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Primary and Mass Education.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব ফরিদ আহাম্মদ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
খ) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
গ) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
ঘ) শিশু কল্যাণ ট্রাস্ট ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) সবার জন্য মানস্মত প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করণে কাজ করে।
খ) দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন mopme.gov.bd