Redox Viva

আইন বিভাগ

প্রশ্ন  : বিচারবিভাগ কাকে বলে?

উত্তর: যে বিভাগ আইন ভঙ্গকারীর শাস্তির বিধান করে তাকে বিচার বিভাগ বলে।

প্রশ্ন  : বিচার বিভাগের ইংরেজি নাম কী?

উত্তর: Judiciary Department.

প্রশ্ন  : বিচার বিভাগের প্রধান কে?

উত্তর: প্রধান বিচারপতি।

প্রশ্ন  : সংবিধানের কোথায় বিচার বিভাগ সম্পর্কে বলা হয়েছে?

উত্তর: সংবিধানের ৯৪ থেকে ১১৭ নং অনুচ্ছেদে বিচার বিভাগের কথা বলা হয়েছে।

প্রশ্ন  : বাংলাদেশের সর্বোচ্চ বিচার আদালতের নাম কী?

উত্তর: সুপ্রিম কোর্ট।

প্রশ্ন  : সুপ্রিম কোর্ট কয়টি ভাগে বিভক্ত এবং বিভাগগুলোর নাম কী?

উত্তর: ২ ভাগে।
ক) হাইকোর্ট ও
খ) আপীল বিভাগ।

প্রশ্ন  : সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ছিলেন?

উত্তর: নাজমুন আরা সুলতানা। তাকে ২০১১ সালে নিয়োগ দেওয়া হয়।

প্রশ্ন  : বিচার বিভাগের কাজ বলুন?

উত্তর: ক) বিচারকার্য পরিচালনা করা।
খ) আইন ভঙ্গকারীর শাস্তির বিধান করা।
গ) সংবিধানের ব্যাখ্যা করা।
ঘ) নাগরিক অধিকার সংরক্ষণ করা।
ঙ) নির্বাহী ও আইনবিভাগকে নানা বিষয়ে আইনি পরামর্শ প্রদান করা ইত্যাদি।