Redox Viva

বিসিএস তথ্য

প্রশ্ন  : পদসোপান গুলো বলুন?

উত্তর: সহকারী পরিচালক/তথ্য অফিসার > উপপরিচালক > পরিচালক > মহাপরিচালক।

প্রশ্ন  : পদসোপান গুলো ইংরেজিতে বলুন?

উত্তর: Assistant Director/Information Officer > Deputy Director > Director > Director General

প্রশ্ন  : PIB কী?

উত্তর: PIB = Press Institute of Bangladesh.

প্রশ্ন  : তথ্য ক্যাডার কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তর: তথ্য মন্ত্রণালয়।

প্রশ্ন  : তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদকে কী বলে?

উত্তর: মহাপরিচালক।

প্রশ্ন  : বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।

প্রশ্ন  : বাংলাদেশ বেতার কেন্দ্রে প্রচারিত প্রথম নাটক কোনটি?

উত্তর: বুদ্ধদেব বসুর ‘ কাঠঠোকরা ’।

প্রশ্ন  : কবে প্রথম বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?

উত্তর: ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর।

প্রশ্ন  : কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?

উত্তর: ১ ডিসেম্বর ১৯৮০।

প্রশ্ন  : বাংলাদেশের টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?

উত্তর: ১৪টি।

প্রশ্ন  : বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?

উত্তর: একতলা দোতলা।

প্রশ্ন  : স্বাধীন বাংলা বেতার কোথায় ছিল?

উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে।

প্রশ্ন  : প্রথম এফএম চ্যানেল কোনটি?

উত্তর: বেডিও টুডে।

প্রশ্ন  : পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র কয়টি ও কী কী?

উত্তর: ২টি যথা:
ক) রামপুরা।
খ) চট্টগ্রাম।

প্রশ্ন  : বাসস কী?

উত্তর: বাসস- বাংলাদেশ সংবাদ সংস্থা।

প্রশ্ন  : বাসস কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১ জানুয়ারি, ১৯৭২।

প্রশ্ন  : সংবাদ সংস্থা কী?

উত্তর: দেশ-বিদেশে কর্মরত ও বিভিন্ন সংবাদপত্রের সাথ্য জড়িত বিভিন্ন স্তরের সাংবাদিকের সম্বনয়ে গঠিত সংস্থা কে সংবাদ সংস্থা বলে।