Redox Viva

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

প্রশ্ন  : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Civil Aviation and Tourism.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: ড. মুহাম্মদ ইউনুস।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব নাসরীন জাহান।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা রয়েছে?

উত্তর: ক) বেবিচক।
খ) বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেড।
গ) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?

উত্তর: ক) বেবিচক সংক্রান্ত আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
খ) পর্যটন শিল্প বিকাশে গবেষণা ও দক্ষ জনবল সৃষ্টি।
গ) হোটেল সমূহের নিবন্ধন সংক্রান্ত আইন প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন mocat.gov.bd