Redox Viva

রাষ্ট্র ও সরকার

প্রশ্ন  : মন্ত্রিসভা কী?

উত্তর: মন্ত্রিপরিষদ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠান যা প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে গঠিত হয়।

প্রশ্ন  : সংবিধানের কোথায় মন্ত্রিপরিষদের উল্লেখ রয়েছে?

উত্তর: সংবিধানের ৫৬ নং অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের কথা উল্লেখ রয়েছে।

প্রশ্ন  : মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান কে?

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী।

প্রশ্ন  : মন্ত্রীসভা (Cabinet) কী?

উত্তর: প্রধানমন্ত্রীসহ সকল পূর্ণমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে গঠিত হয় ক্যাবিনেট বা মন্ত্রীসভা।

প্রশ্ন  : সংবিধানের কোথায় মন্ত্রিসভার (Cabinet) কথা উল্লেখ রয়েছে?

উত্তর: ৫৫ নং অনুচ্ছেদ।

প্রশ্ন  : প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ কি মন্ত্রীসভার সদস্য হতে পারেন?

উত্তর: সাধারণত প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ মন্ত্রিসভার সদস্য হতে পারে না। তবে কোনো মন্ত্রণালয়ে যদি পূর্ণমন্ত্রী না থাকেন বা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে থাকেন তবে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ মন্ত্রিসভার সদস্য হতে পারেন।

প্রশ্ন  : মন্ত্রিসভার সাপ্তাহিক মিটিং কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: সোমবার।

প্রশ্ন  : Kitchen cabinet কী?

উত্তর: বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য মন্ত্রীসভার পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর বিশ্বস্ত ও ঘনিষ্ঠদের নিয়ে
ছোট আকারের যে ক্যাবিনেট গঠন করে তাকে Kitchen Cabinet বলে।

প্রশ্ন  : Super Cabinet কাকে বলে?

উত্তর: যারা মন্ত্রী নন, সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদেও নেই এবয় সাধারণ জনগণের কাছে পরিচিতও নন এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী যে ক্যাবিনেট গঠন করেন তাকে Super Cabinet বলে।

প্রশ্ন  : ছায়া মন্ত্রিসভা সম্পর্কে বলুন?

উত্তর: সরকারের বাইরের কোন রাজনৈতিক দল যখন সরকারের অনুরূপ পদসৃষ্টির মাধ্যমে কল্পিত মন্ত্রিসভা গঠন করে তখন তাঁকে ছায়া মন্ত্রিসভা বলে।