Redox Viva

মন্ত্রিপরিষদ বিভাগ

প্রশ্ন  : মন্ত্রিপরিষদ কী?

উত্তর: মন্ত্রিপরিষদ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠান।

প্রশ্ন  : মন্ত্রিপরিষদের সদস্য হন কারা?

উত্তর: সরকারের সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ মন্ত্রিপরিষদের সদস্য হন।

প্রশ্ন  : বর্তমান মন্ত্রিপরিষদের সদস্য কত জন?

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের মোট সদস্য ৪৪ জন।

প্রশ্ন  : এদের মধ্যে কোন ধরনের মন্ত্রী কতজন?

উত্তর: প্রধানমন্ত্রী – ১জন
পূর্ণমন্ত্রী – ২৫ জন
প্রতিমন্ত্রী – ১৮ জন।

প্রশ্ন  : মন্ত্রীপরিষদের নারী সদস্য কতজন?

উত্তর: ৮ জন।

প্রশ্ন  : তাদের নাম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নাম বলুন?

উত্তর: (ক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(খ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মণি।
(গ) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী।
(ঘ) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেন রিমি।
(ঙ) স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা
(চ) শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুল নাহার।
(ছ) অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান
(জ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজহার খান।

প্রশ্ন  :ডা. দিপু মণি পূর্বে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

উত্তর: তিনি নবম জাতীয় সংসদের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী এবং একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।

প্রশ্ন  : মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান কে?

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী।

প্রশ্ন  : বর্তমান মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বে কে আছেন?

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন  : Warrant of Precedence-1991 অনুযায়ী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের পদমর্যাদাক্রম কততম?

উত্তর: ৬ষ্ঠ।

প্রশ্ন  : সবচেয়ে মর্যাদাবান সচিব কে?

উত্তর: মন্ত্রিপরিষদ সচিব।

প্রশ্ন  : মন্ত্রিপরিষদ সচিবের সমতুল্য আর কী কী পদ আছে?

উত্তর: (ক) BPSC এর চেয়ারম্যান
(খ) SDG বিষয়ক প্রধান/মুখ্য সমন্বয়ক
(গ) বিশ্ব ব্যাংকে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

প্রশ্ন  : সচিবদের সচিব কে?

উত্তর: মন্ত্রিপরিষদ সচিব।

প্রশ্ন  : বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের নাম কী?

উত্তর: জনাব মো: মাহবুব হোসেন।

প্রশ্ন: বিসিএস (প্রশাসন) ক্যাডার তথা প্রশাসনের সর্বোচ্চ পদ কোনটি?

উত্তর: মন্ত্রী পরিষদ সচিব।

প্রশ্ন  : SSB কি?

উত্তর: Superior Selection Board

প্রশ্ন  : SSB এর সভাপতি কে?

উত্তর: পদাধিকার বলে মন্ত্রিপরিষদ সচিব SSB এর সভাপতি।

প্রশ্ন  : মন্ত্রীপরিষদের দায়িত্ব সম্পর্কে বলুন?

উত্তর: (ক) তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রধান সঞ্চালকের আসনটি অলঙ্কূত করেন।
(খ) মন্ত্রিপরিষদ বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করে।
(গ) পদাধিকার বলে তিনি Superior Selection Board(SSB) এর সভাপতি।

প্রশ্ন  : মন্ত্রীপরিষদ ও মন্ত্রীসভা দুটি কী একই বিষয়?

উত্তর: না স্যার। মন্ত্রীপরিষদ ও মন্ত্রীপরিষদ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

প্রশ্ন  : তাহলে বলুন মন্ত্রীসভা (cabinet) কী?

উত্তর: প্রধানমন্ত্রী সহ সকল পূর্ণ মন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে গঠিত হয় মন্ত্রীসভা।

প্রশ্ন  : প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ কি মন্ত্রীসভায় সদস্য হতে পারেন?

উত্তর: সাধারণত প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ মন্ত্রীসভার সদস্য হতে পারেন না। তবে কোনো মন্ত্রণালয়ে যদি পূর্ণমন্ত্রী না থাকেন বা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে থাকেন তবে তারা সাধারণত হতে পারেন।

প্রশ্ন  : Kitchen Cabinet কী?

উত্তর: বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য মন্ত্রীসভার পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর বিশ্বস্ত ও ঘনিষ্ঠদের নিয়ে ছোট আকারের যে ক্যাবিনেট গঠন করে তাকে Kitchen Cabinet বলে।

প্রশ্ন  : Super Cabinet কাকে বলে?

উত্তর: যারা মন্ত্রী নন, সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদেও নেই এবয় সাধারণ জনগণের কাছে পরিচিতও নন এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী যে ক্যাবিনেট গঠন করেন তাকে Super Cabinet বলে।

প্রশ্ন  : ছায়া মন্ত্রিসভা সম্পর্কে বলুন।

উত্তর: সরকারের বাইরের কোন রাজনৈতিক দল যখন সরকারের অনুরূপ পদসৃষ্টির মাধ্যমে কল্পিত মন্ত্রিসভা গঠন করে তখন তাঁকে ছায়া মন্ত্রিসভা বলে।