Redox Viva

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন  : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Woman and Children Affairs.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: শারমীন এস মুরশিদ।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাম নাজমা মোবরেফ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) মহিলা বিষয়ক অধিদপ্তর।
খ) জাতীয় মহিলা সংস্থা।
গ) বাংলাদেশ শিশু, একাডেমি ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী?

উত্তর: নারী ও শিশুর উন্নয়ন তথা নারীর ক্ষমতায়ন, সমতা, সুরক্ষা ও অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনাা করা।

*** আরো জানতে ভিজিট করুন mowca.gov.bd