Redox Viva

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন  : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Liberation War Affairs.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: ফারুক ই আজম (বীর প্রতীক)।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব ইসরাত চৌধুরী।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা রয়েছে?

উত্তর: ক) বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
খ) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
গ) মুক্তিযুদ্ধ জাদুঘর।

প্রশ্ন  : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কখন গঠন করা হয়?

উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?

উত্তর: ক) মহান ‍মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা, সংগঠক, শিল্পী-সাহিত্যিক ও সংশ্লিষ্টদের সঠিক তালিকা প্রস্তুত ও হালনাগাদকরণ।
খ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, মুজিবনগর দিবস, মহিদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন।
গ) মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবার বর্গের চিকিৎসা, রেশন ও অন্যান্য সুবিধা প্রদান ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন molwa.gov.bd