Redox Viva

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

প্রশ্ন  : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Fisheries and Livestock.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: মিজ ফরিদা আক্তার।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) মৎস্য অধিদপ্তর।
খ) প্রাণিসম্পদ অধিদপ্তর।
গ) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
ঘ) মেরিন ফিশারিজ একাডেমি ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) মৎস্য সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ণ করা। 
খ) মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান এবং
গ) প্রাণিসম্পদ জরিপ কার্যক্রম পরিচালনা করা ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন mofl.gov.bd