Redox Viva

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রশ্ন  : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Youth and Sports.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: জনাব আসিফ মাহমুদ সজীব ভঁইয়া।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব ড. মহিউদ্দীন আহমেদ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা রয়েছে?

উত্তর: ক) যুব উন্নয়ন অধিদপ্তর।
খ) BKSP
গ) জাতীয় ক্রীড়া পরিষদ ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?

উত্তর: ক) যুবক/যুবতীদের উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণ সংক্রান্ত কর্ম সম্পাদন করা।
খ) যুব পুরষ্কার প্রদান।
গ) ক্রীড়া সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন mosports.gov.bd