Redox Viva

রাষ্ট্র ও সরকার

প্রশ্ন  : রাষ্ট্র কাকে বলে?

উত্তর: রাষ্ট্র বলতে রাজনৈতিকভাবে সংগঠিত একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী জনসমষ্টিকে বুঝায়, যাদের একটি সংগঠিত সরকার আছে এবং জনগণ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে।

প্রশ্ন  : রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী?

উত্তর: রাষ্ট্রের মূখ্য উপাদান ৪ টি। যথা- 
ক) জনসমষ্টি
খ) নির্দিষ্ট ভূখন্ড
গ) সরকার ও
ঘ) সার্বভৌমত্ব।

প্রশ্ন  : রাষ্ট্রের কয়েকটি গৌণ উপাদানের নাম বলুন?

উত্তর: ক) স্থায়িত্ব
খ) আন্তর্জাতিক স্বীকৃতি
গ) জাতীয়তাবাদ।
ঘ) অধিকার ও সাম্য ইত্যাদি।

প্রশ্ন  : No Man\s Land কাকে বলে?

উত্তর: দুইটি রাষ্ট্রের মধ্যবর্তী ভিত্তিরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত অঞ্চল নো ম্যানস ল্যান্ড হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ নো ম্যানস ল্যান্ড মোট ৩০০ গজ চওড়া হয়।

প্রশ্ন  : তাহলে বলুন রাষ্ট্রের আকাশসীমা কাকে বলে?

উত্তর: কোনো রাষ্ট্রের ভূমি থেকে উপরের দিকে ১০০ কিলোমিটার বা ৬২ মাইল পর্যন্ত দূরত্বকে ঐ রাষ্ট্রের আকাশসীমা বলে।

প্রশ্ন  : সরকার কী?

উত্তর: যে সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের আইন-কানুন, সিদ্ধান্ত, বিধি-নিষেধ, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি প্রকাশিত ও বাস্তবায়িত হয় তাকে সরকার বলা হয়।

প্রশ্ন  : রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বা মখ্যপাত্র কে?

উত্তর: সরকার।

প্রশ্ন  : সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কয়টি এবং কী কী অঙ্গ রয়েছে?

উত্তর: ৩টি।
ক) নির্বাহী বিভাগ।
খ) আইন বিভাগ।
গ) বিচার বিভাগ।

প্রশ্ন  : সরকারের প্রধান কাজগুলো কী কী?

উত্তর: ক) জনগণের অভিপ্রায় অনযায়ী দেশের নিরাপত্তা বিধান করা
খ) সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা
গ) জনগণের জানমাল রক্ষা করা।
ঘ) বিবাদের ক্ষেত্রে বিচারকার্য পরিচালনা করা ইত্যাদি।

প্রশ্ন  : এক কেন্দ্রিক সরকার (Unitary Government) কী?

উত্তর: যে সরকার ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটি কেন্দ্র থেকে পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে।
এককেন্দ্রিক সরকারের সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন থাকে না। যেমন- বাংলাদেশ, ব্রিটেন, জাপান ইত্যাদি।

প্রশ্ন  : যুক্তরাষ্ট্রীয় সরকার (Federal Government) কাকে বলে?

উত্তর: যে সরকার ব্যবস্থায় কতগুলো প্রদেশ একত্র হয়ে একটি সরকার গঠন করে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্র ও প্রদেশের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা বন্টন করা হয়। যেমন- ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ইত্যাদি।

প্রশ্ন  : রাষ্ট্রপতি শাসিত সরকার কী?

উত্তর: যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার কাছে দায়ী না থেকে জনগণের কাছে দায়ী থাকেন তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। যেমন- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনায় এ ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

প্রশ্ন  : মন্ত্রিপরিষদ শাসিত সরকার / সংসদীয় সরকার কী?

উত্তর: যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসনবিভাগের কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে সংসদীয় সরকার/মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। এ ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্র প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং তাঁর নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।

প্রশ্ন  : বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থা/ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা।