Redox Viva

রেলপথ মন্ত্রণালয়

প্রশ্ন  : রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Railways.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: মুহাম্মদ ফাওজুল কবির খান।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব আব্দুল বাকী।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) বাংলাদেশ রেলওয়ে।
খ) রেলপথ পরিদর্শন অধিদপ্তর ও 
গ) কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (CCBL)G

প্রশ্ন  : রেলপথ মন্ত্রণালয়ের অধীন কোন কোন বিসিএস ক্যাডার পদ আছে?

উত্তর: ২টি। 
ক) বিসিএস রেলওয়ে প্রকৌশল এবং
খ) বিসিএস রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) বাংলাদেশ রেলওয়ের ভাড়া ও টোল নির্ধারণ এবং পুন:নির্ধারণ করা।
খ) রেল পরিবহন সংক্রান্ত জরিপ কার্যক্রম পরিচালনা করা।
গ) রেলওয়ে পরিবহন ও নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়ণ করা।
ঘ) মন্ত্রণালয়ের অধীন্সথ সকল অফিস ও সংস্থার কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।

*** আরো জানতে ভিজিট করুন mor.gov.bd