উত্তর: আইন বিভাগের প্রণীত আইনকে যে বিভাগ কার্যকর করে তাকে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলে। অথবা, যে বিভাগ রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব পালন করে তাকে শাসন বিভাগ বলে।
প্রশ্ন : শাসন বিভাগের ইংরেজি নাম কী?
উত্তর: Executive Department।
প্রশ্ন : কাদেরকে নিয়ে নির্বাহী বিভাগ গঠিত হয়?
উত্তর: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ নিয়ে নির্বাহী বিভাগ গঠিত হয়।
প্রশ্ন : নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন : রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেও তিনি কী সরকার প্রধান?
উত্তর: না স্যার। রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের নামমাত্র প্রধান।
প্রশ্ন : তাহলে সরকার প্র্র্রধান কে?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান তথা সরকার প্রধান।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোথায় নির্বাহী বিভাগ সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: সংবিধানের ৪৮ থেকে ৬৪ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগের কথা বলা হয়েছে।
প্রশ্ন : নির্বাহী বিভাগের কাজ কী?
উত্তর: ক) আইন প্রয়োগ করা। খ) অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা। গ) রাষ্ট্রপতি কর্তৃক আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙ্গে দেওয়া। ঘ) রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করা ইত্যাদি।