Redox Viva

শিল্প মন্ত্রণালয়

প্রশ্ন  : শিল্প মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Industries.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: জনাব আদিলুর রহমান খান।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জাফিয়া সুলতানা।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) বিসিআইসি।
খ) বিটাক।
গ) বিআইএম।
ঘ) বিএসটিআই।
ঙ) এসএমই ফাউন্ডেশন ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) শিল্প নীতি প্রণয়ন করা।
খ) ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে কাজ করা।
গ) লবণ, চিনি ও সারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উৎপাদন চলমান রাখা ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন moind.gov.bd