Redox Viva

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রশ্ন  : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Labour and Employment.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব এ. এইচ. এম সফিকুজ্জামান।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) শ্রম অধিদপ্তর।
খ) শ্রম আপীল ট্রাইবুনাল।
গ) নিম্নতম মজুরী বোর্ড।
ঘ) কেন্দ্রীয় তহবিল ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিধানে কাজ করে।
খ) শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা প্রদান করে।
গ) মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে।

*** আরো জানতে ভিজিট করুন mole.gov.bd