প্রশ্ন : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Ministry of Cultural Affairs.
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?
উত্তর: ড. আসিফ নজরুল।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?
উত্তর: জনাব খলিল আহমেদ।
প্রশ্ন : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা রয়েছে?
উত্তর: ক) প্রত্নতত্ত্ব অধিদপ্তর। খ) বাংলা একাডেমি। গ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ঘ) জাতীয় জাদুঘর ও ঙ) বাংলাদেশ কপিরাইট অফিস ইত্যাদি।
প্রশ্ন : এ মন্ত্রণালয়ের কয়েকটি কাজ বলুন?
উত্তর: ক) একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস উদযাপন। খ) একুশে পদক প্রদান। গ) বিদেশি রাষ্ট্রের সাথে সাংস্কৃতিক চুক্তি প্রদান। ঘ) পল্লী সাহিত্য, পল্লী সংস্কৃতি ও পল্লী মিউজিয়াম প্রতিষ্ঠা ইত্যাদি।