Redox Viva

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রণালয়

প্রশ্ন  : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Road Transport and Bridges.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: মুহাম্মদ ফাওজুল কবির খান।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব মো: এহছানুল হক।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে এবং কী কী?

উত্তর: ২টি। 
ক) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
খ) সেতু বিভাগ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
খ) সড়ক ও জনপথ অধিদপ্তর।
গ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTC) ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের প্রশাসনিক বিষয় সংক্রান্ত কার্যাবলী।
খ) সড়ক পরিবহন সেক্টরে সমন্বয় সাধন করা।
গ) মাস র‌্যাপিড ট্রানজিট (MRT) এর নির্মাণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষন ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন rthd.gov.bd