Redox Viva

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

প্রশ্ন  : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Local Government, Rural Development and Co-operatives.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: জনাব এ এফ. হাসান আরিফ।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের বর্তমান সচিব কে?

উত্তর: জনাব আবু হেনা মোরশেদ জামান।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে?

উত্তর: ২টি।
ক) স্থানীয় সরকার বিভাগ ও
খ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) স্থানীয় সরকার প্রকোশল অধিদপ্তর।
খ) জনস্থাস্থ্য প্রকোশল অধিদপ্তর।
গ) সমবায় অধিদপ্তর।
ঘ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) সেতু ও কালভার্টসহ উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক ও গ্রামের সড়কসমূহের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা।
খ) এই মন্ত্রণালয়ের অধীন অফিস ও সংস্থার প্রশাসন ও নিয়ন্ত্রণ।
গ) এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
ঘ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে কার্যাবলীর সমন্বয় সাধন ইত্যাদি।

*** আরো জানতে ভিজিট করুন lgd.gov.bd