Redox Viva

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

প্রশ্ন  : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?

উত্তর: Ministry of Health and Family Welfare.

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় উপদেষ্টার নাম কী?

উত্তর: জনাব নূরজাহান বেগম।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে এবং কী কী?

উত্তর: ২টি।
ক) স্বাস্থ্য সেবা বিভাগ।
খ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

প্রশ্ন  : এই মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি দপ্তর/সংস্থা নাম বলুন?

উত্তর: ক) স্বাস্থ্য অধিদপ্তর।
খ) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
গ) ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
ঘ) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ইত্যাদি।

প্রশ্ন  : এ মন্ত্রণালয়ের কাজ কী কী?

উত্তর: ক) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
খ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
গ) নার্সিং ও মিডওয়ািইফারি অধিদপ্তর।
ঘ) জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউন (NIPORT)।

*** আরো জানতে ভিজিট করুন mohfw.gov.bd