Redox Viva

১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন

প্রশ্ন  : গণপরিষদ কী?

উত্তর: জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার মূল দায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। গণপরিষদ মূলত একটি দেশের সংবিধান রচনার জন্য তৈরী করা হয়। একটি দেশের সংবিধান কিভাবে রচিত হবে, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হবে, সেগুলো গণপরিষদের সদস্যরা নির্বাচন করেন।

প্রশ্ন  : পাকিস্তান শাসনামলে মোট কতটি গণপরিষদ গঠিত হয়?

উত্তর: ২টি।

প্রশ্ন  : প্রথম গণপরিষদের কাযকাল বলুন।

উত্তর: ১৯৪৭ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত প্রথম গণপরিষদ স্থায়ী ছিল।

প্রশ্ন  : প্রথম গণপরিষদ আদে জারি করেন কে?

উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন  : এই গণপরিষদ কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৫৫ সালে।

প্রশ্ন  : দ্বিতীয় গণপরিষদ আদেশ জারি করেন কে?

উত্তর: মালিক গোলাম মোহাম্মদ।

প্রশ্ন  : কতজন সদস্য নিয়ে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়েছিল?

উত্তর: পশ্চিম পাকিস্তান থেকে ৪০ জন এবং পূর্ব পাকিস্তান থেকে ৪০ জন অর্থাৎ মোট ৮০ জন সদস্য নিয়ে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়েছিল।

প্রশ্ন  : এ গণপরিষদের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: চৌধুরী মোহাম্মদ আলী।

প্রশ্ন  : দ্বিতীয় গণপরিষদের আইনমন্ত্রী কে ছিলেন

উত্তর: হোসেন সোহরাওয়ার্দী।

প্রশ্ন  : এ গণপরিষদে কতজন নারী সদস্য ছিলেন?

উত্তর: এ গণপরিষদে কোনো নারী সদস্য ছিলেন না।

প্রশ্ন  : দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৫ সালের ৭ জুলাই।

প্রশ্ন  : পাকিস্তানের জন্য সংবিধান প্রণয়ণের উদ্দেশ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর: মারি চুক্তি বা প্যারিটি ফর্মূলা।

প্রশ্ন  : মারি চুক্তির মূল বিষয় ছিল কতটি?

উত্তর: ৫টি।

প্রশ্ন  : মারি চুক্তির মূল বিষয় কী কী?

উত্তর: ক) পাকিস্তানে ২টি প্রদেশ থাকবে। একটা পূর্ব পাকিস্তান, আরেকটা পশ্চিম পাকিস্তান।
খ) উভয় প্রদেশের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে।
গ)বাংলা ও উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।
ঘ)যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর করা হবে।
ঙ) উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি অনুসরণ করা হবে।

প্রশ্ন  : পাকিস্তানের প্রথম সংবিধানের খসড়া কখন গণপরিষদে উত্থাপন করা হয়?

উত্তর: ১৯৫৬ সালের ৯ জানুয়ারি।

প্রশ্ন  : ইহা গণপরিষদে পাশ হয় কত তারিখে?

উত্তর: ১৯৫৬ সালে ২৯ ফেব্রুয়ারি।

প্রশ্ন  : গভর্নর জেনারেল সম্মতি দেন কবে?

উত্তর: ১৯৫৬ সালের ২ মার্চ।

প্রশ্ন  : এ সংবিধান কার্যকর হয় কখন?

উত্তর: ১৯৫৬ সালের ২৩ মার্চ।

প্রশ্ন  : সংবিধান প্রণয়নে বিশেষভূমিকা রাখেন কে?

উত্তর: হোসেন শহিদ সোহরাওয়ার্দী।

প্রশ্ন  : এ সংবিধানে কতটি অনুচ্ছেদ ছিল?

উত্তর: ২৩৪ টি অনুচ্ছেদ।

প্রশ্ন  : কত নং অনুচ্ছেদে?

উত্তর: ২১৪ নং অনুচ্ছেদে।

প্রশ্ন  : কত তারিখে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয়?

উত্তর: ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি।

প্রশ্ন  : পাকিস্তানের প্রথম সংবিধান কত বছর চালু ছিল?

উত্তর: ২ বছর ৮ মাস। (বাতিল করা হয় ১৯৫৮ সালের ৭ অক্টোবর)

প্রশ্ন  : সংবিধান কার্যকরের ফলে পাকিস্তানের নাম কী হয়?

উত্তর: “পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র”।

প্রশ্ন  : সংবিধান অনুযায়ী পূর্ব বাংলার নাম কী রাখা হয়?

উত্তর: পূর্ব পাকিস্তান।

প্রশ্ন  : সংবিধান কার্যকর হওয়ায় পাকিস্তানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?

উত্তর: সংবিধান কার্যকর হওয়ার ফলে পাকিস্তানে গভর্নরের শাসনের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়।

প্রশ্ন  : সংবিধান কার্যকরের পর কোন ধরনের সরকার গঠিত হয়?

উত্তর: কোয়ালিশন সরকার।

প্রশ্ন  : কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠিত হয়?

উত্তর: আওয়ামীলীগ।

প্রশ্ন  : কত তারিখে কী নামে এ সরকার গঠিত হয়?

উত্তর: ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর আওয়ামীলীগের নেতৃত্বে “রিপাবলিকান কোয়ালিশন সরকার” গঠিত হয়।

প্রশ্ন  : এ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন কে কে?

উত্তর: রাষ্ট্রপতি নিযুক্ত হন ইস্কান্দার মীর্জা ও প্রধানমন্ত্রী নিযুক্ত হন হোসেন শহিদ সোহরাওয়ার্দী।

প্রশ্ন  : সোহরাওয়ার্দীর মন্ত্রিসভায়বঙ্গবন্ধু কোন পদে আসীন ছিলেন?

উত্তর: শিল্প ও বানিজ্যমন্ত্রী।

প্রশ্ন  : সোহরাওয়ার্দী সরকারের পতন হয় কখন?

উত্তর: ১৯৫৭ সালের অক্টোবরে।