Redox Viva

১৯৬২ সালের শিক্ষা আন্দোলন

প্রশ্ন  : “শরিফ কমিশন” কী?

উত্তর: ”শরিফ কমিশন” হলো আইয়ুব খান সরকারের গঠিত একটি শিক্ষা কমিশন।

প্রশ্ন  : কখন শরিফ শিক্ষা কমিশন গঠন করা হয়?

উত্তর: ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর।

প্রশ্ন  : এ কমিশনের সদস্য ছিলেন কতজন?

উত্তর: ১১জন।

প্রশ্ন  : কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

উত্তর: তৎকালীন পশ্চিম পাকিস্তানের শিক্ষা সচিব ড. এস এম শরীফ।

প্রশ্ন  : শরিফ শিক্ষা কমিশননের রিপোর্ট কখন সরকারের নিকট হস্তান্তর করা হয়?

উত্তর: ১৯৫৯ সালের আগস্ট মাসে।

প্রশ্ন  : এ রিপোর্ট প্রকাশ করা হয় কত সালে?

উত্তর: ১৯৬২ সালে।

প্রশ্ন  : এই রিপোর্ট শিক্ষা সম্পর্কে কী বলা হয়?

উত্তর: ”শিক্ষা এমন কোনো জিনিস নয়, যা বিনামূল্যে পাওয়া যেতে পারে।”

প্রশ্ন  : শরিফ শিক্ষা কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলো বলুন।

উত্তর: ক) উর্দুকে সর্বজনীন ভাষায় রূপান্তর।
খ) পাকিস্তানের জন্য অভিন্ন বর্ণমালার ব্যবস্তা করা।
গ) ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজিকে বাধ্যতামূলক করা।
ঘ) অবৈতনিক শিক্ষাকে অবান্তর বলে ঘোষণা করা হয়।
ঙ) শিক্ষা প্রতিষ্ঠানে মোট ব্যয়ের ৬০% আসবে ছাত্রদের বেতন থেকে এবং ২০% কর্তৃপক্ষ বহন করবে।

প্রশ্ন  : এ কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে কবে পূর্ববাংলা ব্যাপী ছাত্রসমাজ হরতাল আহ্বান করে?

উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৬২।

প্রশ্ন  ; ঐ দিন কেকে শহীদ হন?

উত্তর: বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিল্লাহসহ অনেকে শহীদ হন।

প্রশ্ন  : ১৭ সেপ্টেম্বর হরতালের ডাক দেয় কোন সংগঠন?

উত্তর: East Pakistan Student Forum.

প্রশ্ন  : East Pakistan Student Forum কখন গঠিত হয়েছিল?

উত্তর: ১০ সেপ্টেম্বর, ১৯৬২ সালে।

প্রশ্ন  : “৯ নেতার বিবৃতি” কী?

উত্তর: ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর হত্যাকান্ডের বিরুদ্ধে সোহরাওয়ার্দী, শেখ মুজিবসহ ৯ নেতা যে বিবৃতি প্রদান করেন তা ”৯ নেতার বিবৃতি” নামে পরিচিত।

প্রশ্ন  : শরিফ শিক্ষা কমিশনের রিপোর্ট কখন স্থগিত করা হয়?

উত্তর: ২০ সেপ্টেম্বর ১৯৬২ সালে।

প্রশ্ন  : কার পরামর্শে এ রিপোর্ট স্থগিত করা হয়?

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

প্রশ্ন  : ১৭ সেপ্টেম্বরকে কখন ” শিক্ষা দিবস” ঘোষণা করা হয়?

উত্তর: ১৯৬৩ সালে। তবে ১৯৬৪ সাল থেকে ছাত্ররা প্রতিবছর ১৭ সেপ্টেম্বরকে “শিক্ষা দিবস” হিসেবে পালন করে আসছে?

প্রশ্ন  : শরিফ কমিশনের রিপোর্ট যাচাইয়ের জন্য কী গঠন করা হয়?

উত্তর: “হামুদুর রহমান শিক্ষা কমিশন” (Hamoodur Rahman Education Commission)

প্রশ্ন  : এ কমিশন কবে গঠন করা হয়?

উত্তর: ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর।

প্রশ্ন  : এ কমিশনের মোট সদস্য ছিলেন কতজন?

উত্তর: চার জন।

প্রশ্ন  : কমিশনের সভাপতি হামুদুর রহমান পেশায় কী ছিলেন?

উত্তর: বিচারপতি।

প্রশ্ন  : ”হামুদুর রহমান শিক্ষা কমিশন” কখন রিপোর্ট প্রকাশ করেন?

উত্তর: ১৯৬৬ সালে।