Redox Viva

১৯৯৬ সালের ৬ষ্ঠ জাতীয় সংসদ

প্রশ্ন  : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ ছিল কোনটি?

উত্তর: ৬ষ্ঠ জাতীয় সংসদ।

প্রশ্ন  : ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?

উত্তর: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি।

প্রশ্ন  : এ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল?

উত্তর: মাত্র ৩ টি। অন্যদলগুলো নির্বাচন বর্জন করেছিল।

প্রশ্ন  : কোন দল জয়লাভ করেছিল?

উত্তর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রশ্ন  : বিএনপি কতটি আসনে জয়লাভ করে?

উত্তর: ২৭৮ টি।

প্রশ্ন  : এ নির্বাচনে শতকরা কতভাগ ভোট পড়েছিল?

উত্তর: মাত্র ২১%।

প্রশ্ন  : ৬ষ্ঠ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধুর পলাতক খূনী খন্দকার আব্দুর রশিদ।

প্রশ্ন  : খন্দকার আব্দুর রশিদের রাজনৈতিক দলের নাম কী ছিল?

উত্তর: বাংলাদেশ ফ্রিডম পার্টি।

প্রশ্ন  : ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ফ্রিডম পার্টি কতটি আসনে জয়লাভ করে?

উত্তর: মাত্র ১টি।

প্রশ্ন  : এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

উত্তর: বিচারপতি এ.কে.এম সাদেক।

প্রশ্ন  : নির্বাচন বর্জন করে কখন বিরোধী দলগুলো দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালন করে?

উত্তর: ২৪,২৫ ও ২৬ ফেব্রুয়ারি।

প্রশ্ন  : ৬ষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?

উত্তর: ১৯ মার্চ, ১৯৯৬ সালে।

প্রশ্ন  : অধিবেশন স্থায়ী ছিল কত তারিখ পর্যন্ত?

উত্তর: ২৫ মার্চ, ১৯৯৬ সাল পর্যন্ত ( মাত্র চার কার্যদিবস)।

প্রশ্ন  : এ সংসদ কখন বিলুপ্ত ঘোষণা করা হয়?

উত্তর: ৩০ মার্চ, ১৯৯৬ সালে।

প্রশ্ন  : সংসদ স্থায়ী ছিল কতদিন?

উত্তর: মাত্র ১২ দিন।