Redox Viva

আনসার ক্যাডারের সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্ন  : বিসিএস আনসার ক্যাডারের পদসোপান বলুন?

উত্তর:

প্রশ্ন  : আনসার কতসালে বিসিএস ক্যাডারের অন্তর্ভুক্ত হয়?

উত্তর: ১৯৮০ সালে আনসার বিসিএস ক্যাডারের অন্তর্ভুক্ত হয়।

প্রশ্ন  : মাঠ পর্যায়ে আনসার ভিডিপির পদক্রম বলুন?

উত্তর:

প্রশ্ন  : বিসিএস আনসার ক্যাডারের সুবিধা সমূহ বলুন।

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি’ করার সুযোগ পাওয়া যায়। রেশন সুবিধা পাওয়া যায় । সার্বক্ষণিক একটি গাড়ি, থাকার জন্য বাংলো এবং নিরাপত্তার জন্য অস্ত্রসজ্জিত একদল Escort পাওয়া যায়। জেলা শহরে পোস্টিং পাওয়া যায়।

প্রশ্ন  : আনসার কোন ভাষার শব্দ?

উত্তর: আনসার একটি আরবি শব্দ।

প্রশ্ন  : আনসার শব্দটি বিশ্লেষণ করুন?

উত্তর: আনসার শব্দের বিশ্লেষণ হলো- আ= আল্লাহ; ন= নবী; সা= সাহায্যকারী; র= রক্ষী একত্রে- আল্লাহর নবীর সাহায্যকারী রক্ষী।

প্রশ্ন  : আনসার শব্দের উৎপত্তি হয়েছে কীভাবে?

উত্তর: আনসার একটি আরবি শব্দ। এর অর্থ সাহায্যকারী। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করলে মহানবী ও মুহাজিরদের যারা আশ্রয় প্রদান করেছিলেন, তাদের আনসার বলা হয়।

প্রশ্ন  : আনসার কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি।

প্রশ্ন  : VDP এর পূর্ণরূপ কী?

উত্তর:

প্রশ্ন  : VDP কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭৬ সালের ৫ জানুয়ারি।

প্রশ্ন  : আনসার ও VDP কী উদ্দেশ্যে গঠিত হয়?

উত্তর:

প্রশ্ন  : জাতীয় আনসার প্রশিক্ষণ (NATC) কেন্দ্র কতসালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭৬ সালে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র (এনএটিসি) প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন  : NATC কোথায় অবস্থিত?

উত্তর:  জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র (এনএটিসি) গাজীপুরের শফিপুরে অবস্থিত। ১৯৮৩ সালে এর নামকরণ হয় আনসার ট্রেনিং স্কুল। ১৯৮৬ সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমিতে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে এর নামকরণ হয় আনসার-ভিডিপি একাডেমি।

প্রশ্ন  : আনসার কত প্রকার ও কীকী?

উত্তর:  আনসার ৩ প্রকার। যথা :
১.আনসার ব্যাটালিয়ন।
২.সাধারণ আনসার।
৩.অঙ্গীভূত আনসার ।

প্রশ্ন  : আনসার ও ভিডিপির সদর দপ্তর কোথায়?

উত্তর: খিলগাঁও, ঢাকা ।

প্রশ্ন  : আনসার ও ভিডিপি কোন মন্ত্রণালয়ের অধীন?

উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রশ্ন  : মহিলা আনসার কখন গঠিত হয়?

উত্তর: ১৯৭৬ সালে।

প্রশ্ন  : প্রতিষ্ঠাকালে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হতো?

উত্তর:

প্রশ্ন  : ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কোথায় আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়?

উত্তর: ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রশ্ন  : আনসার একাডেমীর নাম কবে পরিবর্তন করা হয়?

উত্তর:

প্রশ্ন  : আনসার একাডেমীর বর্তমান নাম কী?

উত্তর: ‘আনসার ভিডিপি একাডেমি’।

প্রশ্ন  : আনসার ভিডিপি দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৬ ফেব্রুয়ারি আনসার ভিডিপি দিবস পালিত হয়।

প্রশ্ন  : আনসার ব্যাটালিয়ন কী?

উত্তর: বাংলাদেশ আনসার ভিডিপির একটি অঙ্গসংগঠন হলো- আনসার ব্যাটালিয়ান ।

প্রশ্ন  : আনসার ব্যাটালিয়নকে কবে পার্বত্য চট্টগ্রাম বিদ্রোহ দমনে প্রথম নিয়োজিত করা হয়?

উত্তর: ১৯৭৬ সালে আনসার ব্যাটালিয়নকে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহ দমনে প্রথম নিয়োজিত করা হয়।

প্রশ্ন  : কলাকোপা কেন বিখ্যাত?

উত্তর: কলাকোপায় আনসার ভিডিপি বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত।

প্রশ্ন  : কলাকোপা কোথায় অবস্থিত?

উত্তর: কলাকোপা ঢাকা জেলার নবাবগঞ্জে অবস্থিত

প্রশ্ন  : আনসার-ভিডিপি কবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীভুক্ত হয়?

উত্তর: ১৯৭৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীভুক্ত হয়।

প্রশ্ন  : ১৯৭৩ সালের পূর্বে আনসার ভিডিপি কার নিয়ন্ত্রণে পরিচালিত ছিল?

উত্তর: ১৯৭৩ সালের পূর্বে আনসার ভিডিপি জাতীয় সার্ভিস বোর্ডের নিয়ন্ত্রণে ছিল।

প্রশ্ন  : আনসার ভিডিপি মেডেল কয়টি ও কী কী?

উত্তর: আনসার ভিডিপির মেডেল ৪টি। যথা :
১. বাংলাদেশ আনসার মেডেল।
২. প্রেসিডেন্ট আনসার মেডেল।
৩.বাংলাদেশ ভিলেজ ডিফেস পার্টি মেডেল।
৪. প্রেসিডেন্ট ভিলেজ ডিফেনস পার্টি মেডেল।

প্রশ্ন  : আনসার-ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়?

উত্তর: এখানে প্রধানত মৌলিক শিক্ষাক্রম, দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন ও নবতর পেশাগত প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণের বিষয় হলো ড্রিল, শৃঙ্খলা, অস্ত্রচালনা, যুদ্ধকৌশল, মাঠকৌশল, সরকারি চাকুরি বিধি ও আইন, অফিস ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক উন্নয়ন ইত্যাদি। সংগঠনের উৎসাহী ও সম্ভাবনাময় সদস্যদের বিভিন্ন পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়া এখানে অনিয়মিত যুদ্ধ, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, পুনঃপ্রজনন স্বাস্থ্য ও অধিকার, নারী ও শিশু পাচার রোধ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশ্ন  : আনসার ভিডিপি একাডেমি কী ‍উদ্দেশ্যে গঠিত হয়?

উত্তর: বহুমাত্রিক প্রশিক্ষণ, প্রশিক্ষণের মান, প্রশিক্ষণার্থীদের সংখ্যা, ভৌত অবকাঠামোগত সুবিধা এবং প্রশিক্ষকদের ঐকান্তিকতা ও কর্মতৎপরতা একাডেমিকে একটি আদর্শ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করেছে। প্রশিক্ষণের উৎকর্ষ সাধনই একাডেমির উদ্দেশ্য।

প্রশ্ন  : আনসার ও ভিডিপি কী কী দায়িত্ব পালন করে?

উত্তর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কেপিআই, সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তামূলক কাজ, পরিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, আত্মনির্ভরশীলতা, পরিকল্পিত পরিবার, জাতীয় ও উপনির্বাচন, বিভিন্ন অনুষ্ঠান, যেমন- ঈদ, পূজা, বড়দিন, নববর্ষ ইত্যাদির নিরাপত্তা বিধান করাসহ আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

প্রশ্ন  : দেশের সামগ্রিক উন্নতি ও অগ্রগতিতে বাংলাদেশ আনসার-ভিডিপি কীভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে?

উত্তর: দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন ও সরকারের নির্দেশে অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন কল্পে বাহিনীর সদস্যাদের বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান, সরকারি বেসরকারি সংস্থা সমূহের চাহিদার ভিত্তিতে নিরাপত্তা সেবা প্রদান, প্রশিক্ষণ ও অঙ্গীভূত করণের মাধ্যম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সভা সেমিনারের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নতি ও অগ্রগতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যপক অবদান রাখছে।

প্রশ্ন  : আনসার বাহিনীর প্রথম পরিচালকের নাম কী?

উত্তর: জেমস বুকানন।

প্রশ্ন  : আনসার ও ভিডিপি প্রধানের পদবি কী?

উত্তর: মহাপরিচালক।

প্রশ্ন  : মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা কী ছিল?

উত্তর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধের শুরুতে আনসার সদস্যগণ ৪০০০০ রাইফেল মুক্তিযোদ্ধাদের বিতরণ করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতিকে আনসার প্লাটুন কমান্ডার ইয়াছ আলীর নেতৃত্বে ১২ জন আনসার বাহিনীর সদস্য ‘গার্ড অব অনার’ প্রদান করেন। মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী, ৬৫৭ জন আনসার সহ মোট ৬৭০জন শহীদ হন।

প্রশ্ন  : খেতাব প্রাপ্ত আনসার সদস্য কতজন?

উত্তর: মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ আনসার বাহিনীর ১ জন বীর বিক্রম ও ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন।

প্রশ্ন  : আনসার বাহিনীর সদস্য ছিলেন  এমন একজন ভাষা শহীদের নাম বলুন?

উত্তর: ভাষা শহীদ আব্দুল জব্বার

প্রশ্ন  : আনসারের ইউনিফর্ম কী?

উত্তর: কমব্যাট বা জলপাই পোশাক।

প্রশ্ন  : আনসার ব্যাটালিয়নের প্রথম নারী অধিনায়ক কে ছিলেন?

উত্তর: রাশেদা বেগম।

প্রশ্ন  : আনসার বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন কে?

উত্তর: মেজর পদমর্যাদার সেনাবাহিনীর একজন অফিসার।

প্রশ্ন  : আনসার ও ভিডিপি গঠনের সাংবিধানিক ধারা কত?

উত্তর: ১৫২

প্রশ্ন  : BCS আনসার থেকে নিয়োগ প্রাপ্ত সদস্যগণ দেশের বাইরে কোথায় প্রশিক্ষণ নিয়ে থাকেন?

উত্তর: তুরস্ক।

প্রশ্ন  : আনসার ভিডিপি একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: গাজীপুর জেলার সফিপুরে।

প্রশ্ন  : কত সালে আনসার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭৬ সালে।

প্রশ্ন  : আনসার ভিডিপি কি উদ্দেশ্যে গঠিত হয়?

উত্তর: দেশ রক্ষা করার জন্য সামরিক বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য এবং আইন ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাহায্য করার জন্য ।

প্রশ্ন  : আনসার ও গ্রামরক্ষী বাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: আনসার-ভিডিপি একাডেমি আনসার ও গ্রামরক্ষী বাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ।

প্রশ্ন  : সন্ত্রাসী কর্মকাণ্ড কী?

উত্তর: ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলতে আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত সরকারকে ভীত বা বিচলিত করার উদ্দেশ্যে এবং সমাজে বা এর কোনো অংশে সন্ত্রাস সৃষ্টি করার মানসে কোনো ব্যক্তি বা দল কর্তৃক বিস্ফোরক, দাহ্য পদার্থ, প্রাণঘাতী অস্ত্রশস্ত্র, ক্ষতিকারক গ্যাস বা অন্যান্য রাসায়নিক দ্রব্য এবং বিপজ্জনক প্রকৃতির অন্য কোনো পদার্থ, ইত্যাদি দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডকে বুঝায়।

প্রশ্ন  : বিস্ফোরক/বিস্ফোরক পদার্থ কী?

উত্তর: বিস্ফোরক বা বিস্ফোরক পদার্থ হচ্ছে বিস্ফোরণ ঘটাতে সক্ষম, এমন এক ধরনের পদার্থ। এর মধ্যে উচ্চমাত্রার শক্তি সঞ্চিত থাকে, যা বিস্ফোরণের মাধ্যমে প্রকাশ পায়। হঠাৎ করে খুবই অল্প সময়ের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ বিপুল পরিমাণ শক্তি প্রকাশ পায়। কার্বন, সালফার ও হাইড্রোজেনের সাথে ঘনীভূত অক্সিজেনের মিশ্রণে বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি হয়ে থাকে।