Redox Viva

১৯৯৫ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন

প্রশ্ন  : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম কখন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন।

প্রশ্ন  : সে সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ‍উপদেষ্টা কে ছিলেন?

উত্তর: বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।

প্রশ্ন  : সে তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধান কী সংবিধান সম্মাত ছিল?

উত্তর: না। সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছিলেন।

প্রশ্ন  : ৫ম জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি।

প্রশ্ন  : নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে?

উত্তর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।

প্রশ্ন  : মোট ৩০০টি আসনের মধ্যে বিএনপি কতটি আসনে জয়লাভ করেছিল?

উত্তর: ১৪০টি।

প্রশ্ন  : প্রধানমন্ত্রী কে হয়েছিল?

উত্তর: বেগম খালেদা জিয়া।

প্রশ্ন  : এ সময়ে রাষ্ট্রপতি ছিলেন কে কে?

উত্তর: ক) বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ (নির্দলীয়)।
খ) আব্দুর রহমান বিশ্বাস (বিএনপি)।

প্রশ্ন  : প্রধান বিরোধী দলীয় নেতা কে ছিলেন?

উত্তর: শেখ হাসিনা ( আওয়ামী লীগ)।

প্রশ্ন  : এ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করেছিল?

উত্তর: ৮৮টি।

প্রশ্ন  : কবে এ সংসদ ভেঙ্গে দেওয়া হয়?

উত্তর: ১৯৯৫ সালের ২৪ নভেম্বর।