ভাইভা পরীক্ষায় প্রার্থীর বুদ্ধিমত্তা নয়, বরং বাহ্যিক Appearance-ই বোর্ডের চোখে আগে পড়ে। তাই প্রার্থীকে দেখে বোর্ডের First Impression যাতে ভালো হয়, সেদিকে নজর দেওয়া উচিত। কারণ First Impression ভালো হলে নম্বর ভালো পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই একজন যোগ্য প্র্রার্থী হিসেবে আপনি ভাইভার জন্য উপযুক্ত ফরমাল ড্রেস নির্বাচনে মনোযোগী হোন।