Redox Viva

নাম সম্পর্কিত প্রশ্নোত্তর

ভাইভা বোর্ডে জিঞ্জাসিত Icebreaker Questions গুলোর মধ্যে একটি সাধারণ বিষয় প্রার্থীর নিজের নাম নিয়ে প্রশ্ন করা। এক্ষেত্রে প্রার্থীর নাম, নামের অর্থ, পদবি ও পদবীর অর্থ, প্রার্থীর নামের সাথে মিল রয়েছে এমন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তথ্য, প্রার্থীর জন্ম তারিখ, জন্ম তারিখের সাথে কোনো বিখ্যাত ব্যাক্তির জন্য তারিখের মিল, প্রার্থীর জন্ম তারিখের সাথে মিল রয়েছে এমন গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জানতে চাওয়া হয়। তাই এ বিষয়ে ভালোভাবে জেনে ভাইভা বোর্ডে যাওয়া উচিত। এ বিষয়টিকে বিভিচেনায় রেখে এখানে মোট পাঁচটি নামের উপর সম্ভাব্য নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। নিজের নামের তথ্য দিয়ে এ বিষয়ে প্রস্তুতি নিন।