প্রশ্ন : NEC এর পূর্ণরূপ কী?
উত্তর: National Economic Council অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদ।
প্রশ্ন : NEC আসলে কী?
উত্তর: NEC হলো জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ।
প্রশ্ন : NEC এর সদস্য হোন কারা?
উত্তর: মন্ত্রিপরিষদের সকল সদস্য NEC এর সদস্য থাকেন।
প্রশ্ন : NEC এর সভাপতিত্ব করেন কে?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান তথা মাননীয় প্রধানমন্ত্রী NEC এর সভাপতিত্ব করেন।
প্রশ্ন : NEC এর সাচিবিক দায়িত্ব পালন করে থাকে কোন দপ্তর/সংস্থা?
উত্তর: পরিকল্পনা বিভাগ NEC এর সাচিবিক দায়িত্ব পালন করে থাকে।
প্রশ্ন : NEC এর কয়েকটি কাজ বলুন?
উত্তর: ক) পরিকল্পনা, কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান।
খ) উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
গ) আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।
প্রশ্ন : ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তর: Executive Committee of National Economic Council অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
প্রশ্ন : ECNEC এর সদস্য হোন কারা?
উত্তর: প্রধানমন্ত্রীর বা সরকার প্রধান কর্তৃক মনোনীত ব্যকিবর্গই ECNEC এর সদস্য হন।
প্রশ্ন : ECNEC এর সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী।
প্রশ্ন : ECNEC এর বিকল্প সভাপতি কে হোন?
উত্তর: অর্থমন্ত্রী।
প্রশ্ন : সপ্তাহের কোন দিনে সাধারণত ECNEC এর সভা হয়ে থাকে?
উত্তর: মঙ্গলবার।
প্রশ্ন : ECNEC এর সভা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অধীনে শেরে বাংলা নগরস্থ NEC সম্মেলন কক্ষে ECNEC এর সভা অনুষ্ঠিত হয়।
প্রশ্ন : ECNEC এর কাজ কী?
উত্তর: ক) ২৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয়িত সকল প্রকার সরকারি খাত পর্যালোচনা ও অনুমোদন।
খ) উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা।
গ) জন উপযোগী সেবাসমূহের হার, ফি এবং মূল্য নির্ধারণ ইত্যাদি।
প্রশ্ন : ECNEC এর গঠন সম্পর্কে বলুন?
উত্তর: সভাপতি – প্রধানমন্ত্রী
বিকল্প সভাপতি – মন্ত্রী, অর্থমন্ত্রণালয়
সদস্য – মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়।
সদস্য – মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়।
সদস্য – মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়।
সদস্য – মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়।
সদস্য – মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সদস্য – মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সদস্য – মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
প্রশ্ন : NEC এবং ECNEC এর পার্থক্য বলুন?
উত্তর: ক) NEC এর পূর্ণরূপ National Economic Council, কিন্তু ECNEC এর পূর্ণরূপ Executive Committee of National Economic Council.
খ) মন্ত্রিপরিষদের সকল সদস্য NEC এর সদস্য থাকেন, কিন্তু ECNEC এর সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনিত হয়ে থাকেন।
গ) NEC হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ ।
অপরদিকে, ECNEC হলো প্রকল্প অনুমোদনের জন্য সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ।
প্রশ্ন : NICAR এর পূর্ণরূপ কী?
উত্তর: National Implement Committee for Administrative Reform.
প্রশ্ন : NICAR কী?
উত্তর: NICAR হলো প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।
প্রশ্ন : NICAR এর আহ্বায়ক কে?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী।
প্রশ্ন : NICAR এর কাজ কী?
উত্তর: বিভাগ, জেলা, উপজেলা ও থানার সীমানা পুনর্নিধারণসংক্রান্ত প্রস্তাব বিভেচনা করা।
প্র্রশ্ন : NICAR কে সাচিবিক সহায়তা প্রদান করে কে?
উত্তর: মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রশ্ন : NILG এর পূর্ণরূপ কী?
উত্তর: National Institute of Local Government অর্থাৎ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।
প্রশ্ন : NILG কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রশ্ন : NILG প্রধানের পদবি কী?
উত্তর: মহাপরিচালক।
প্রশ্ন : NILG কোথায় অবস্থিত?
উত্তর: হুমায়ূন রোড, ঢাকা।
প্রশ্ন : NILG এর কাজ কী?
উত্তর: ক) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ প্রদান করে।
খ) স্থানীয় সরকার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও নীতি প্রণয়নে পরামর্শ প্রদান করে।
গ) স্থানীয় সরকার ব্যবস্থা উন্নয়নে সহযোগিতা করে ইত্যাদি।